ইউক্রেন সীমান্ত এলাকা থেকে ফিরে যাচ্ছে রাশিয়ার সেনারা। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, যেকোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া। সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মস্কো যান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। ওই দিন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা দপ্তর।
স্থানীয় সময় বুধবার সকালে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাঙ্ক, পদাতিক যুদ্ধের যান ও আর্টিলারি ইউনিটগুলো ক্রিমিয়া উপদ্বীপ ছেড়ে যাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সামরিক ট্রেনের মাধ্যমে যুদ্ধ সরঞ্জাম এবং সেনা ইউনিটের স্থায়ী ঘাঁটিতে পৌঁছে দেওয়া হবে। এগুলো আসার পর যুদ্ধের প্রশিক্ষণের পরবর্তী পর্যায়ের জন্য মেরামত ও প্রস্তুত করা হবে।’
বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতে কয়েক ডজন সামরিক যান ক্রিমিয়ার সেতু পার হচ্ছে।