ইউরোপের দেশগুলোর মধ্যে ইতিহাস গড়তে যাচ্ছে আইসল্যান্ড। দেশটিতে প্রথম নারী প্রধান পার্লামেন্ট পাচ্ছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, নির্বাচনে পার্লামেন্টের ৬৩টি আসনের মধ্যে ৩৩টি পাচ্ছেন নারীরা। অর্থাৎ ৫২ শতাংশ আসন থাকছে নারীদের দখলে।
২০১৭ সালের জাতীয় নির্বাচনে নারীরা পেয়েছিলেন ২৪টি আসন। এবার তারা আরও ৯টি আসন বেশি পেলেন।
এর আগে ইউরোপের কোনো দেশের পার্লামেন্টেই ৫০ শতাংশ আসন পাননি নারীরা। সর্বশেষ সুইডেনের পার্লামেন্টে নারীদের সংখ্যা ৪৭ শতাংশ।
আইসল্যান্ডের পার্লামেন্টে নারীদের জন্য বিশেষ কোনো কোটার ব্যবস্থা নেই। সবাইকে সরাসরি ভোটে অংশ নিতে হয়। গত ১২ বছর ধরে দেশটি লিঙ্গ সমতার তালিকায় শীর্ষে অবস্থান করছে। দেশটিতে অভিভাবকত্বকালীন ছুটি নারী ও পুরুষ সমান পেয়ে থাকেন। ১৯৬১ সাল থেকে আইসল্যান্ডে নারী ও পুরুষ কর্মীদের সমান বেতন দেওয়া হয়।