মস্কোর তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এই হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান করলে বিশ্ববাজারে বিপর্যয়কর প্রভাব পড়বে। এতে তেলের দাম দ্বিগুণের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছবে।
ইউক্রেনে আগ্রাসনের শাস্তি হিসেবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সোমবার জার্মানি ও নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।
ইউরোপীয় ইউনিয়েনের ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল সরবরাহ করে রাশিয়া। ইউরোপের জন্য রাশিয়ার বিকল্প তেল-গ্যাস সরবরাহকারী খুঁজে পাওয়া মুশকিল।
রাশিয়ার টেলিভিশনে দেওয়া ভাষণে নোভাক বলেছেন, ইউরোপীয় বাজারে রাশিয়ার তেলের বিকল্প দ্রুত খুঁজে পাওয়া মুশকিল। এটা করতে বছরের পর বছর লাগবে এবং ইউরোপীয় ভোক্তাদের ক্ষেত্রে দাম অনেক বেশি হবে। শেষ পর্যন্ত এর জেরে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং বিদ্যমান নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপ লাইন দিয়ে সরবরাহ বন্ধ করে দেওয়ার অধিকার রয়েছে।’