নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বুধবার ইউরোপীয় অপারেটর প্রতিষ্ঠান এনস্টগ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এর ফলে এই অঞ্চলের অনেক ধনী দেশে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে হবে এবং গ্যাস রেশনিংয়ের দিকে ঝুঁকতে হবে।
রাশিয়ার গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছিল, তারা ৩১ আগস্ট গ্রিনিচ মান সময় দুপুর ১টা থেকে ৩ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ করতে অজুহাত দেখাচ্ছে গ্যাসপ্রম।
ফরাসি জ্বালানি মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার-রানাচার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা যেমনটি প্রত্যাশা করেছিলাম, রাশিয়া যুদ্ধের অস্ত্র হিসাবে গ্যাস ব্যবহার করছে।’