ইউরোপের দেশগুলোতে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার প্রয়োগ আবার শুরু হতে যাচ্ছে।
বুধবার (২১ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক চিকিৎসা নিয়ন্ত্রক জানিয়েছে, এ করোনা টিকা দেওয়ার পরে রক্ত জমে যাওয়ার মতো সম্ভাব্য মারাত্মক ঝুঁকির তুলনায় এর উপকারিতা অনেক বেশি।
ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক, ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) মঙ্গলবার এ টিকার প্রয়োগের পরামর্শ দিয়ে জানায় যে, এতে রক্ত জমাট বাঁধার মত সমস্যা অত্যন্ত বিরল।
সংস্থাটি একটি মাত্র ডোজের উপকারিতা তুলে ধরে জানায় যে এর ফলে অন্য ঝুঁকিও কমে।
এর আগে গত সপ্তাহে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সাময়িকভাবে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ থামিয়ে দিয়েছিল।
জনসনের এক ডোজের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। বিশেষ করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে। বাজারে আসার আগে ৪৩ হাজার মানুষের ওপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়।