‘লেডি পুলিশ দিয়ে আমায় শারীরিক নিগ্রহ করা হয়েছে।’ লালবাজারে আটক থাকা অবস্থাতেই এই অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান শুরুর আগেই শুভেন্দু অধিকারীকে আটক করা হয়। সাঁতরাগাছি যাওয়ার আগেই পিটিএস এর সামনে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে তর্কবিতর্ক বাধে তার। এরপরই তাকে আটক করা হয়।
বেলা তখন ১২টা ৩০ মিনিট। সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে লকেট চট্টোপাধ্যায়। পিটিএস এর সামনে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির মিছিল আটকায় পুলিশ। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। তার অভিযোগ, মহিলা পুলিশকর্মীরা তার গায়ে দিয়েছেন। ঘটনাস্থলে আসেন দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার আকাশ মাঘারিয়া। তার সঙ্গে শুভেন্দুর তর্ক শুরু হয়।
তিনি বলেন, ‘এখানে সব লেডি পুলিশ আমার গায়ে হাত দিচ্ছে। এটা তারা করতে পারেন না।’
আদালতে যাওয়ারও হুমকি দিয়ে শুভেন্দু বলেন, ‘ইউ লেডি পুলিশ, ডোন্ট টাচ মাই বডি।’