তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছে ইকুয়েডরে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই সব তথ্য জানিয়েছে।
পশ্চিমের বন্দর নগরী গুয়াকুইলের কারাগারে দাঙ্গায় নিহত হয়েছে ২১ জন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে পরিস্থিতির খবর জানতে অপেক্ষা করছেন।
এসএনএআই কারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এডমুন্ডো মনসায়ও জানিয়েছেন, দক্ষিণের শহর সুয়েনসায় ৩৩ জন এবং লাতাসুঙ্গায় ৮ জন নিহত হয়েছে।
গুয়াকুইলের কারাগারে বাইরে প্রায় ৪০ জন নারীকে স্বজনদের খবর জানতে উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করতে দেখা গেছে। এদেরই এক জন ড্যানিয়েলা সোরিয়া বলেন, ‘আমরা চাই নিহতদের তালিকা আমাদেরকে দেওয়া হোক। আমরা জানি সমস্যা শেষ হয়নি। কারণ সেখানে সবার কাছে ফোন আছে এবং আমার স্বামী আমার সঙ্গে যোগাযোগ করছে না।’
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরিনো এক টুইটে বলেছেন, ‘বেশ কয়েকটি কারাগারে একযোগে সহিংসতা অপরাধী গোষ্ঠীগুলো সম্পৃক্ত।’