ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছেন। ইকুয়েডরের কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে বলেছে, সোমবার (৩ অক্টোবর) ঘটে যাওয়া এ দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।
দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরে কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। কারাগারটিতে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় চারশোরও বেশি বন্দী প্রাণ হারায়।
ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। এ কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।