ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০০ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১০ মে) দক্ষিণ আমেরিকার দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এমন তথ্য জানিয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ মে) সান্তো ডোমিঙ্গো দে লস কলোরাডোসের বেলাভিস্তা কারাগার লস লোবস এবং আর ৭ গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়।
এক টুইট বার্তায় প্রসিকিউটরের কার্যালয় জানায়, এখন পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন।
পুলিশ প্রধান ফাউস্টো স্যালিনাস জানান, ঘটনার সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে আটক করা হয়েছে। এখনো ১০৮ জন নিখোঁজ রয়েছে।
এর আগে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বাড়বে।
বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পরপরই বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে জমায়েত হতে শুরু করেন। তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।