ইকুয়েডরের রাজধানী কুইটোর উত্তরে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
সোমবার রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে লা গাসকা ও লা কোমুনা এলাকার আশপাশের একটি গিরিখাতে পানি জমে যায়। পরে ওই গিরিখাত বেয়ে কাদা ও পাথর নিম্নভূমিতে নেমে আসে।
ইকুয়েডরের ঝুঁকি ও জরুরি ব্যবস্থাপনা দপ্তর এক টুইটে বলেছে, ‘মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে এবং তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে ও তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ’
সোমবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছিল, ঢলের কারণে ৯ জন নিখোঁজ ও ৩২ জন আহত হয়েছে।
বাসিন্দা আলবা কোটাকাচি বলেন, ‘আমরা এই বিশাল কালো নদীটি দেখেছি যা সবকিছু টেনে নিয়ে যাচ্ছিল, আমাদের প্রাণে বাঁচতে দেয়াল বেয়ে উঠতে হয়েছিল। আমরা নিখোঁজদের খুঁজছি।’