আকতার হোসেন
আমার দেশে এমন ইমাম কবে আসবে
যার চোখের পাতার ওপর দুটো গোলাপ পাপড়ি থাকবে।
দ্বৈততার মধ্যে না মিশে তিনি হবেন নিখাদ গিনি সোনা।
তিনি কাম বাসনায় ঘেমে উঠবেন না।
তিনি দুজনের খাবার কখনো একা গ্রাস করবেন না।
আমার দেশে এমন ইমাম কবে আসবে
যিনি ঘাম ঝরানো মজুরির বেশি পকেটে তুলবেন না।
যিনি সপ্তাহে অন্তত একদিন অভাবী মানুষের পাশে বসে দুই ফোটা অশ্রু ঝরাবেন।
তাঁর কোন সিন্দুক থাকবে না।
তাঁর ঘরে বেনামে দলিল পাওয়া যাবে না।
আমার দেশে এমন ইমাম কবে আসবে
যিনি সাইনবোর্ড সমিতির কেউ হতে চাইবেন না।
যার কাছে গেলে আতরের নয়, নতুন বইয়ের মলাটের গন্ধ আসবে নাকে।
আমার দেশে এমন ইমাম কবে আসবে?
যার কণ্ঠ গোলাপ পাপড়ির মত নরম হবে।