সম্পর্ক ডেস্ক :-ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জন মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জন। একইসঙ্গে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫০ জন। এ নিয়ে দেশটিতে করোনা পজিটিভ হলেন এক লাখ এক হাজার ৭৩৯ জন।
মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে প্রায় দেড় লাখ কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।