সম্পর্ক ডেস্ক :-করোনায় আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে ইতালিতে।শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭৫ জন। এর আগের দিন মারা যান ৫২৫ জন। ফলে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে ৫০ জন। ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২২ হাজার ৭৪৫ জন আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪২ হাজার ৭২৭ জন।
চীনের গণ্ডি পেরিয়ে করোনার তান্ডব এখন বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় দেশ ইতালি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর আক্রান্তের সংখ্যার সর্বোচ্চের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের পরেই রয়েছে ইতালি।