পলি আক্তার ইতালি থেকে :- করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা কোন ভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা।দিনদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।বুধবার প্রানহানী হয়েছে মোট ৭২৭ জন।গতকাল মঙ্গলবার এ সংখ্যা ছিল ৮৩৭ জন । এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ১৫৫ জন। একদিনে নতুন আক্রান্ত ৪ হাজার ৭৪২ জন।দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৩৫জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১১১৮জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮০ হাজার ৫৭২ জন।এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।তিনি আরো বলেন জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৮৪৭জন।
ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশী আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া ,ক্রেমনাসহ )১১ টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৩৯৪ জন ।শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে ।মোট আক্রান্তের সংখ্যা ৪৪হাজার ৭৭৩জন,আজ মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৫ জন।সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১১ হাজার ৯২৭জন।এদিকে বেরগামোতে মোট কতজন করোনাভাইরাসে প্রানহানী হয়েছে তার মোট সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।টিজিকম২৪ এর এক খবরে বলা হয়েছে যে,সরকার থেকে বলা হচ্ছে এ প্রভেন্সিতে প্রানহানী হয়েছে মোট ২০৬০ জন কিন্তু বেরগামোর স্থানীয় প্রশাসন বলছে তাদের নথি পত্রে দেখা যাচ্ছে যে মৃত্যের সংখ্যা দ্বিগুন (৪৫০০ জন)।বেরগামোর হাসপাতাল গুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই।এমনকি জায়গা নেই কবরস্থান গুলোতেও।সেনা বাহিনী লাশগুলো অন্য শহরে নিয়ে দাফন দিচ্ছে।
করোনাভাইরাস নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে চলছে টানাপেড়েন।ইতালি সহ কয়েকটি দেশ এই দুর্যোগকালীন সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কয়েকটি দেশের কাছে সহযোগিতা চেয়ে তা পাননি।এছাড়াও এই দুর্যোগকানীন সময়ে ‘করোনাবন্ড’ নামে একটি আর্থিক ফান্ড গঠনের প্রস্তাব দিলে নেদারল্যান্ড, জার্মান সরাসরি বিরোধিতা করে।এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়নের ভবিষ্যত নিতেও সন্দেহ রয়েছে।এছাড়াও ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেগা নর্দ দলের নেতা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
লোম্বারদিয়ার প্রসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বেরগামো ফেয়ারাকে নতুন হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে।কয়েকদিনের মধ্যের হাসপাতাল উদ্ভোধন করা হবে।দিনরাত পরিশ্রম করে যে সকল শ্রমিক এ হাসপাতাল নির্মাণে সহযোগিতা করেছেন তিনি সকলকে ধন্যবাদ জানান।এছাড়া পূর্ব ঘোষিত পদক্ষেপে ‘জরুরি’ সরবরাহ ব্যবস্থা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সড়ক ও রেলপথ বাদে সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলা হয়েছে।এছাড়া বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দূরদিনে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত ডাক্তার,নার্সও এম্ন্বুলেন্স কর্মি স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাড়িয়েছে।
করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ইউরোপের বিভিন্ন দেশে প্রান হারিয়েছে ইতালি ৭২৭ জন,স্পেন ৫৮৯ জন,জার্মান ৪৬ জন,ইংল্যান্ড ৫৬৩ জন,সুইজারল্যান্ড ২৮ জন,বেলজিয়াম ১২৩ জন,হল্যান্ড ১৩৪ জন,অষ্টিয়া ১৮ জন,পর্তুগাল ২৭ জন ,নরওয়ে ৪ জন,সুইডেন ৫৯ জন,ডেনমার্ক ১৪ জন,পোল্যান্ড ৩ জন,রোমানিয়া ৪ জন,গ্রিস ১ জন।