পলি আক্তার ইতালি থেকে :- করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল অব্যাহত আছে।বৃহস্পতিবার মোট প্রানহারিয়েছে ৭৬০জন।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৯১৫ জন। একদিনে নতুন আক্রান্ত চার হাজার ৬৬৮ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা চার হাজার ৫৩জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৩১জন। চিকিৎসাধীন ৮৩হাজার ৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ১৫হাজার ২৪২জন। নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮হাজার ২৭৮জন। ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৩৬৮ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে সাত হাজার ৯৬০জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৬হাজার ৬৫জন। আজ মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৯২ জন।
গতকাল প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে গতকাল বুধবার টেলিকনফারেন্সে সাংবাদিকদের ভিন্ন প্রশ্নের জবাবে বলেন,লকডাউন আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া পূর্বঘোষিত পদক্ষেপে ‘জরুরি’ সরবরাহ ব্যবস্থা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সড়ক ও রেলপথ বাদে সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলা হয়েছে। বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে।
দেশের এই দূর্যোগময় সময়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের জনগণের পাশেই আছেন তিনি বলে জানান। করোনা মহামারিতে যারপরনাই ক্ষতিগ্রস্ত দেশটির ৬০ মিলিয়ন জনতার অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যও পৃথক সুসংবাদ দিয়েছেন।
দেশের সকল মিউনিসিপালিটির স্যোশাল (সলিডারিটি) ফান্ডের জন্য মোট ৪.৩ বিলিয়ন ইউরো আগাম বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।দীর্ঘদিন যাদের কাজ নেই,খাবার কেনার অর্থ নেই এমন হতদরিদ্র লোকদের জন্য সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের মাধ্যমে আলাদা করে আরও ৪০০ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছেন বলে তিনি জানান।যাদের কাজ নেই কিংবা কাজের স্থানে পর্যাপ্ত কাজ না থাকায় দীর্ঘদিন বাসায় বসে আছেন তারা নিজ নিজ পৌরসভার মাধ্যমে এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
গত সপ্তাহে ঘোষিত ৫০ বিলিয়ন ইউরোর মধ্যে ২৫ বিলিয়ন ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে দেশের সকল ব্যবসায়ী, উদ্যোক্তা ও চাকরিজীবীদের জন্য যারা মহামারির কারণে এখন বাধ্যতামূলক ঘরে বসে আছেন। প্রাথমিকভাবে বরাদ্দকৃত এই ২৫ বিলিয়ন ইউরো এপ্রিলের শুরু থেকেই পৌঁছতে শুরু করবে যার যার একাউন্টে। করোনা মহামারিতে দেশের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ইতালিয়ান সরকার পেশাভিত্তিক বিভিন্ন বোনাসও ঘোষণা করেছেন বলে তিনি জানান।