সম্পর্ক ডেস্ক:-ইতালিতে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৮৮৭ জন আর করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৮ জন।অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ হাজার ৮১৫ জন। তবে করোনায় আক্রান্ত ৩ হাজার ৯৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত্যুর মিছিলে পাল্লা দিয়ে চলা দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। গত দু’সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে।গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে এটাই সবচেয়ে কম সংখ্যা। গত ১৯ মার্চ দেশটিতে ৪২৭ জনের মৃত্যু ছিল একদিনে সর্বোচ্চ রেকর্ড।