ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছে। রাডার স্ক্রিন থেকে হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যাওয়ার দুদিন পর মৃতদেহগুলো উদ্ধার হয়েছে বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
হেলিকপ্টারটি বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উড্ডয়ন করেছিল এবং উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। খারাপ আবহাওয়ার মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে এটি রাডার থেকে হারিয়ে যায়।
মোডেনা শহরের প্রিফেক্ট অফিস এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধারকারীরা হেলিকপ্টার থেকে সাত যাত্রীকে মৃত খুঁজে পেয়েছেন, চারজন তুর্কি এবং দুজন লেবাননের নাগরিক। তারা ইতালিতে ব্যবসায়িক সফরে ছিলেন। ইতালীয় পাইলটের দেহও পাওয়া গেছে।’
হেলিকপ্টারটি টাস্কানি ও এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
একজন উদ্ধারকারী ইতালীয় বিমান বাহিনীর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমরা স্থানাটি পেয়েছি, আমরা দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম এবং সবকিছু পুড়ে গেছে। হেলিকপ্টারটি মূলত একটি উপত্যকার ভিতরে, একটি জলস্রোতের কাছে।’