মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে আবারো জেঁকে বসতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিল ৫৫২ জন। যা ছিল মে মাসের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন। আর তাতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ২০৩ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ১০৩ জন ছাড়িয়েছে।
মূলত গেল কয়েক সপ্তাহ ধরে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২০০ থেকে ৩০০ এর মধ্যে ওঠানামা করছে। ইতালিতে নতুন নতুন যে ক্লাস্টারের সন্ধান পাওয়া যাচ্ছে তার অধিকাংশই বিভিন্ন দেশ থেকে আসা। এই তালিকায় আছে ইতালিয়ানরাও, যারা বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে সেখান থেকে ফিরেছে।
শঙ্কার বিষয় হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে ফ্রান্স, স্পেন ও জার্মানিতে। উক্ত দেশগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। লকডাউন তোলার পর দেশ তিনটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে আশঙ্কাজনক হারে।