সর্ম্পক ডেস্ক: অবশেষে লকডাউনের কড়াকড়ি থেকে সরে এসেছে মহামারি করোনায় বিপর্যস্ত ইতালি। আগামী ৪ মে থেকে ফ্লোরেন্সের পেরেটোলা ও রোমের সিয়ামপিনো বিমানবন্দর পুরোদমে পুনরায় চালু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতালিয়ান পরিবহণমন্ত্রী পাওলা ডি মিশেলি এ ঘোষণা দেন। খবর সিএনএনের।
করোনা আক্রান্তদের পরীক্ষা ও করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের সুবিধার্থে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির অনুরোধে দুটি বিমানবন্দর চালু হতে যাচ্ছে।
পাশাপাশি দেশটির দূরপাল্লার রেল সংযোগও পুনরায় কার্যকর করা হবে বলে পরিবহণ মন্ত্রণালয়য়ের এক নোটিশে জানানো হয়েছে।
গত ১৪ মার্চ থেকে ওই দুই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিলো।
করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯৪৫ জন।