ইন্দোনেশিয়ায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে মৃত্যুর এই তালিকায় নাম লেখালো ইন্দোনেশিয়া।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ১ হাজার ৭৪৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ৬৩৬ এ পৌঁছেছে।
গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বে করোনায় দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে টিকা দানের হার কম এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে মৃত্যুর হার বাড়ছে। মোট মৃত্যুর এক তৃতীয়াংশ রেকর্ড করা হয়েছে জুলাই মাসে। দেশটির ২৭ কোটি জনগণের মাত্র ৮ শতাংশকে দুই ডোজের টিকা দেওয়া শেষ হয়েছে।