ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি পাপুয়ার জয়পুরা শহরের দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার অপারেশন কন্ট্রোল সেন্টারের ব্যবস্থাপক জোনাথন কোইরেওয়ার জানিয়েছেন, ভূমিকম্পটি দুই থেকে তিন সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পে ঘরবাড়ি, একটি রেস্টুরেন্ট এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জয়পুরার দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসাপ খালিদ একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ‘একটি ক্যাফে ধসে চার জন মারা গেছে।’
জয়াপুরার বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের পরপর লোকজন বাড়িঘর ও দোকানপাট থেকে দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করে। উপকূলীয় একটি ভবন ধসে পড়েছে।