ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি সমুদ্র বেস্টিত দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও জিওফিজিক্স সংস্থা জানায়, মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিয়াস বারাত জেলার ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল সমুদ্রতলের ১৬ কিলোমিটার নিচে।
তারা আরো জানায়, ভূকম্পনের মাত্রা এতোটাই তীব্র ছিল যে পিশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশও তা অনুভূত হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে, সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হন। ওই সময় গৃহহীন হয়ে পড়েন কয়েক হাজার মানুষ।