পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশের কাছে বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আগামী সপ্তাহে দেশটিতে যখন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তখন এই হামলার ঘটনা ঘটলো।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় পুলিশ জানিয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের পক্ষে সমর্থকরা সমাবেশ করার সময় একটি মোটরবাইকে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফারহান জাহিদ এএফপিকে বলেছেন, ‘পিটিআইয়ের সমাবেশটি সেখান দিয়ে যাচ্ছিল। তবে সমাবেশটি লক্ষ্যবস্তু ছিল কিনা তা স্পষ্ট নয়।’