পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেওয়া ও নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। রোববার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
গত মাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। তাকে অর্থনীতির অব্যবস্থাপনার জন্য দায়ী করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে ইমরান বলেন, ‘আমি ২৫ তারিখে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে আপনাদের সঙ্গে দেখা করব। আমি চাই আপনারা সবাই এমনভাবে বের হন যাতে আপনারা সেখানে বিকেল ৩টায় পৌঁছান।’
ইমরান খান তার ক্ষমতাচ্যুত হওয়ার পর সারাদেশে সমাবেশ করছেন। যুক্তরাষ্ট্রকে তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী করছেন।
সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি চাই এই পদযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করুক। আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত যা কিছুই ঘটুক না কেন আমরা ইসলামাবাদে থাকব। এটা রাজনীতি নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ।’