পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারি দপ্তর থেকে বানি গালায় তার ব্যক্তিগত বাসভবনে হেলিকপ্টারে যাতায়াতে ৯৮ কোটি রুপি খরচ করেছেন।
বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। পরে তিনি সাংবাদিকদের চাপের মুখে ইমরান খানের হেলিকপ্টার খরচের মূল চিত্র প্রকাশ করেন।
খরচের বিশদ বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের জুন থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত মোট ব্যয় ছিল ৯৮ কোটি ৪০ লাখ রুপি। এর মধ্যে হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের খরচ ছিল ৫১ কোটি ২০ লাখ রুপি এবং ফ্লাইট বাবদ ব্যয় ছিল ৪৭ কোটি ২০ লাখ রুপি।
২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ইমরান খান হেলিকপ্টারে মোট দুই হাজার ৭২৩ ঘণ্টা উড়েছেন। প্রতি ঘণ্টার জন্য হেলিকপ্টারের খরচ ছিল দুই লাখ ৭৫ হাজার রুপি।