হিজাবের বিরুদ্ধে বিক্ষোভরত ইরানি নারীদের সমর্থনে নিজেদের চুল কাটছেন ফরাসি নারীরা। চুল কাটার এই ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
চুল কেটে ছবি পোস্ট করেছেন ৫০ জনেরও বেশি নারী। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শার্লট র্যাম্পলিং, জুলিয়েট বিনোচে, মেরিয়ন কোটিলার্ড, ইসাবেল আদজানি, ইসাবেল হুপার্ট, বেলজিয়ান গায়িকা অ্যাঞ্জেল, ব্রিটিশ বংশোদ্ভূত গায়িকা জেন বিরকিন, সাবেক ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ফ্রাঁসোয়া ওলাঁদের স্ত্রী জুলি গেয়েট। চুল কাটার ছবি পোস্টের পর তারা লিখেছেন, ‘স্বাধীনতার জন্য।’
ভিডিওগুলোর একটি সংকলনের সাথে ইতালীয় লোকগীতি বেলা সিয়াও-এর একটি ফার্সি সংস্করণের গান যুক্ত করা হয়েছে। এটি গেছেণ গ্যান্ডম নামের এক তরুণ ইরানী গায়ক। ১৯ শতকের শেষের দিকে ধানক্ষেতের নারী শ্রমিকদের কষ্টের চিত্র তুলে ধরেছিল বেলা সিয়াও লোকগীতিটি।
বুধবার সকালে ইনস্টাগ্রামে #সোটিয়েনফেমিসিরান ((ইরানি নারীদের সমর্থন করুন) এবং #হেয়ার ফর ফ্রিডম হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটি আপলোড করা হয়। এটি টুইটারেও পোস্ট করা হয়েছে।