ইরানের একটি শহরে গ্যাস স্টেশনের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে পার্শ্ববর্তী শুস শহরের গভর্নর আদনান গাজি জানান, মঙ্গলবার গ্যাস স্টেশনের পাইপলাইনে লিকেজের পর বিস্ফোরণ ঘটার কারণেই এ দুর্ঘটনা।
তিনি আরো জানান, বিস্ফোরণে ওই গ্যাস স্টেশনের তিন টেকনিশিয়ান নিহত হয়েছেন। এ সময় পাশের একটি কক্ষে বিশ্রাম নেওয়া চারজন মারাত্মকভাবে আহত হন।
আহভাজ শহরের চেশমেহ খোশ তেলক্ষেত্রের সঙ্গে ওই গ্যাস স্টেশনের পাইপলাইনের সংযোগ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এদিকে, দুর্ঘটনার তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসিকে নির্দেশ দিয়েছেন ইরানি তেলমন্ত্রী বাইজান জ্যানগানেহ।