ইরানের ক্রীড়ামন্ত্রী মাসোদ সোলতানিফার এক বিবৃতিতে জানিয়েছেন তার দেশের নারীরা যাতে স্টেডিয়ামে যেয়ে খেলা দেখতে পারে সেজন্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইরানের নারীরা মাঠে যেয়ে ফুটবল দেখার দাবি জানিয়ে আসছে। দিন কয়েক আগে পুরুষের ছদ্মবেশে এক ইরানি নারী শাহর খোদায়রি ফুটবল খেলা দেখতে যেয়ে গ্রেফতারের পর বিচারাধীন অবস্থায় আদালতে গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেন। তবে প্রাথমিকভাবে ইরানে নারীদের স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ দেয়া হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে আজাদি স্টেডিয়ামে আগামী মাসে বিশ^কাপ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডেইলি সাবা
আজাদি স্টেডিয়ামে নারীদের জন্যে আলাদা গ্যালারি, টয়লেট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে যাতে নারীরা নির্বিঘেœ গ্যালারিতে প্রবেশ করতে পারেন এবং নিরাপদে খেলা শেষে বাড়ি ফিরতে পারেন। গত চার দশক ধরে ইরানে নারীদের স্টেডিয়ামে ফুটবল খেলা দেখা নিষিদ্ধ রয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি নারীদের স্টেডিয়ামে যেয়ে খেলা দেখার পক্ষপাতি হলেও ধর্মীয় আলেমরা বলে আসছেন যে মাঝে নারীদের জন্যে উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নেই যা তাদের জন্যে সহায়ক নয়। এছাড়া নারীদের মাঠে যেয়ে খেলা দেখা নিষিদ্ধ থাকলে ইরানের ফুটবল কর্তৃপক্ষের ওপর ফিফা দীর্ঘদিন ধরে এধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে চাপ দিয়ে আসছিল। ২০২২ বিশ^কাপ ফুটবলে ইরানকে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার চিন্তা করে আসছিল ফিফা।