পরবর্তী নির্দেশ না দেওয়া অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে বিয়ে, ঘোরাঘুরি এবং সভা-সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের তৃতীয় দফা ঢেউয়ের কারণে শনিবার এই সব নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন করে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। বুধবার থেকে দেশটির ৩১টি প্রদেশের ২৫টিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পুলিশ বিউটি সেলুন, চায়ের দোকান, সিনেমা হল, লাইব্রেরি ও জিমনেশিয়ামসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। অতি ঝুঁকিপূর্ণ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে পুলিশ। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
উপস্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ২৫টি প্রদেশের ৮৯ জেলায় নিষেধাজ্ঞা কার্যকর করে। এসব এলাকার স্কুল, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি ও মসজিদ বন্ধ থাকবে।
গত ২৪ ঘণ্টায় ইরানে ৩৮৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮৬৪ জন।