উত্তর-পশ্চিম ইরানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে।
ইরানি সংবাদমাধ্যম ইসনা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
ইরানের ত্রাণ ও উদ্ধার তৎপরতা সংস্থার উপ-প্রধান মোর্তেজা মোরাদিপুর জানিয়েছেন, ভূমিকম্পে অন্ততপক্ষে ১২০ জন আহত হয়েছে।