রেজাউল ইসলামঃইসরাইলে যারা ইতিমধ্যে প্রথম ডোজ ভ্যাক্সিন নিয়েছে তাদের মধ্যে সংক্রমন কমে এসেছে। দেশটির প্রায় ৯ মিলিয়ন জনসংখ্যার মধ্যে এক চর্তুথাংশ (২৫%) ফাইজার এবং বায়োটেক ভ্যাক্সিনের প্রথম শট গ্রহন করেছে। এক গবেষণায় দেখা গেছে, যারা এখনো ভ্যাক্সিন নেয় নি তাদের তুলনায় যারা ভ্যাক্সিন নিয়েছে তাদের সংক্রমন ৩৩% কমে এসেছে।
Clalit Health Services পরিচালিত এক গবেষণায় দেখা গেছে ২০০০০০ জন ষাটোর্ধ ব্যক্তি যারা ভ্যাক্সিন নিয়েছেন আর ২০০০০০ জন ষাটোর্ধ ব্যক্তি যারা ভ্যাক্সিন নেন নি, এই দুইয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য লক্ষ্য করা গেছে ।
ফাইজার কোম্পানী বলেছে, ভাক্সিন মানুষের দেহে পূর্ণ মাত্রায় কার্যকর হওয়ার জন্য দুই ডোজ ভ্যাক্সিন নিতে হবে।ফাইজার ভ্যাক্সিনের ট্রায়ালের সময় দেখা গেছে,ভ্যাক্সিন নেওয়ার পর ১২ দিন পর ভ্যাক্সিন দেহে কার্যকর হয়।