লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এসব রকেট তারা ধ্বংস করেছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং সফলভাবে তা প্রতিহত করা হয়েছে।’ হামলার সময় ইসরায়েলের উত্তরাঞ্চলের শ্লোমি শহরে এবং মোশাভ বেটজেটে সতর্কীকরণ সাইরেন বাজছিল বলেও জানিয়েছে সেনাবাহিনী।
লেবাননের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকেও দ্বিতীয় রকেট হামলা চালানো হয়েছিল। জবাবে সীমান্তের ওপারে ইসরায়েলি গোলান্দাজ ইউনিট গুলি ছুড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রকেটের আগুনে একটি শিশু আহত হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাদের সুরক্ষিত এলাকায় থাকতে বলা হচ্ছে।
লেবাননের সেনাবাহিনী বা লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
চলতি সপ্তাহের শুরুতে আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি এক নারীকে ইসরায়েলি বাহিনীর উত্যক্তের প্রতিবাদ করেছিল ওই ব্যক্তি। বুধবার ভোরে আল-আকসা মসজিদের অভ্যন্তর থেকে সাড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসময় নির্দয়ভাবে ফিলিস্তিনিদের লাঠিপেটা করা হয়।