পাকিস্তানি কর্তৃপক্ষ ২০১২ সাল থেকে ইসরায়েলের ফোন হ্যাকিং সরঞ্জাম ব্যবহার করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং দেশটির বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইসরায়েলি সাইবার প্রযুক্তি সংস্থা সেলব্রাইটের তৈরি এসব পণ্য ব্যবহার করছে।
সেলব্রাইটের ফ্ল্যাগশিপ পণ্য ইউএফইডি সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিক্রি হয়ে থাকে। এটি পাসওয়ার্ড সুরক্ষিত মোবাইল ফোন হ্যাক করে এবং ক্ষুদেবার্তা, পরিচিতি, ছবি ও নথিসহ ফোনে সংরক্ষিত সব তথ্য চুরি করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, সেলব্রাইটের সিঙ্গাপুরভিত্তিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় প্রতিষ্ঠান ২০১৯ সাল পর্যন্ত সরাসরি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে পণ্য বিক্রি করেছে। অপারেটিং ম্যানুয়াল এবং টেন্ডারের আহ্বানপত্র থেকে প্রমাণ পাওয়া যায় যে পুলিশ ইউনিট এবং এফআইএ প্রায়ই সেলব্রাইটের ফ্ল্যাগশিপ মোবাইল হ্যাকিং স্পাইওয়্যার ব্যবহার করে।
পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কখনই আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। পাকিস্তান সরকার বারবার বলেছে, ফিলিস্তিন পরিস্থিতির সমাধান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না। পাকিস্তানের পাসপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই পাসপোর্টধারীরা ইসরায়েলে সফর করতে পারবেন না। তবে দুই দেশ বহু দশক ধরে গোপনে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে। ২০১৩ সালে ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল পাকিস্তানের কাছে সামরিক প্রযুক্তি বিক্রি করেছে। তবে উভয় দেশই প্রকাশ্যে বিষয়টি অস্বীকার করেছিল।