বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে ‘গুরুতর’ আঘাত হানতে পারে। মঙ্গলবার সৌদি আরবে এক বিনিয়োগ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন।
বার্ষিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে বঙ্গা বলেছেন, ‘সম্প্রতি ইসরায়েল ও গাজায় যা ঘটেছে -দিন শেষে আপনি এই সব কিছু একত্রিত করুন, আমি মনে করি অর্থনৈতিক উন্নয়নের উপর আরও গুরুতর প্রভাব পড়ছে। আমি মনে করি আমরা এমন একটি পর্যায়ে আছি, যেটি খুবই বিপজ্জনক সন্ধিক্ষণ।’
৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচার বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার শিশু। সোমবার রাতভর ইসরায়েলি বোমা হামলায় ১৪০ জন নিহত হয়েছে।