যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরাকে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী মিলিশিয়া।
এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিশোধ হিসেবে আমেরিকান ঘাঁটিতে হামলা চালাবে তারা।
বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার নেতা আহমেদ আবু হুসেইন আল-মিদাউ বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিশেষ বাহিনী আমেরিকান ঘাটিতে হামলা এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করলে তাদের স্বার্থ ব্যাহত করতে আমরা প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছেন কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনীর প্রধান।
তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযান সমর্থনের জন্য ইরাকি নাগরিকদের অনুদান সংগ্রহ ও বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।