এবার ইসরায়েলেও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার বিবিসি এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, একই দিন ইসরায়েল ছাড়াও সুইজারল্যান্ডেও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৪টি দেশে এই রোগী শনাক্ত হলো। দুটি দেশই জানিয়েছে, তারা দুজন আক্রান্তকে শনাক্ত করেছে এবং এরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছিলেন। তবে ইসরায়েল জানিয়েছে, তারা সংক্রমিত হতে পারেন এমন ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোর দুর্গম অঞ্চলে মাঙ্কিপক্স সাধারণ রোগ। তবে এবারই প্রথম আফ্রিকা অঞ্চলের বাইরে এই রোগটি ছড়িয়ে পড়ছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আরও ৫০টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। সংক্রমিত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।