ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তারা ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত বা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাবে। হুথির সামরিক বাহিনীর এক জন মুখপাত্রের বরাত দিয়ে রোববার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, গাজায় হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলি কোম্পানির জাহাজ কিংবা ইসরায়েলের পতাকাবাহী যেকোনো জাহাজের ওপর হামলা চালাবে। এ ধরনের জাহাজে কর্মরত বিদেশী ক্রুদের প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে ওই মাসে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথিরা।