ইসরায়েলে প্রায় দুই বছরের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজার জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার মোট ১১ হাজার ৯৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে ইসরায়েলে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার। এদের মধ্যে ১২৫ জনের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের ৯৪ লাখ বাসিন্দার প্রায় ৪৩ লাখ করোনার টিকার তিন ডোজ পেয়েছেন। সম্প্রতি কর্তৃপক্ষ সংক্রমণের ঝুঁকিতে থাকা বয়স্কদের চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত জানিয়েছেন, সংক্রমণ আরও বাড়তে পারে। তাই সবার উচিত টিকা নেওয়া।