এবার ইহুদী রাষ্ট্র ইসরায়েলে মহামারি করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দেশটির স্থানীয় সময় (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম ব্যক্তি হিসেবে এই করোনার টিকা নেন।
এরমধ্য দিয়ে দেশটিতে করোনাভাইরাসের টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হলো। এখন থেকে দৈনিক ৬০ হাজার ডোজ টিকা দেওয়া হবে। খবর আল জাজিরার।
৭১ বছর বয়সি নেতানিয়াহুর পাশাপাশি এই সময় বায়োএনটেকের উন্নয়ন করা ফাইজার টিকা নেন তার স্বাস্থ্যমন্ত্রীও। তাদের টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় ও অন্যান্য টেলিভিশন চ্যানেলে।
এ সময় নেতানিয়াহু বলেন, ‘আমি সবার আগে টিকা নিতে চেয়েছিলাম। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেল স্তেইনের সঙ্গে। এর মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম। মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে চেয়েছি। এটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। টিকার নেওয়ার মধ্য দিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য আবার পুরোদমে শুরু হবে। নির্বিঘ্নে মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। করোনার এই মহামারির সময়ে ফাইজার ও মর্ডানার টিকা বিশ্বের জন্য দারুণ স্বস্তির বিষয় হয়ে এসেছে।’
আগামী তিন সপ্তাহের মধ্য নেতানিয়াহু ও তার স্বাস্থ্যমন্ত্রীকে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর সেটা নিলে তারা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন।