মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘বিরতি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিনেসোটাতে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে দর্শকদের মধ্য থেকে এক নারীর প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানিয়েছেন। অবশ্য বাইডেন পূর্ণ যুদ্ধ বিরতি শব্দ ব্যবহার না করে কেবল বিরতি শব্দটি ব্যবহার করেছেন।
এই ‘বিরতির’ ব্যাখ্যা চাওয়া হলে বাইডেন বলেন, ‘আমি মনে করি আমাদের একটি বিরতি প্রয়োজন। একটি বিরতি মানে বন্দীদের বের করার জন্য সময় দেওয়া।’
প্রশ্নকারী ওই নারী এক পর্যায়ে ‘এখনই যুদ্ধবিরতি’ গান গাওয়া শুরু করলে নিরাপত্তা বাহিনী তাকে বাইরে নিয়ে যায়। পরে বাইডেন দাবি করেন, পরিস্থিতি ইসরায়েলের পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য ‘অবিশ্বাস্যরকম জটিল।’