মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০০ রোগিঙ্গাকে গেপ্তার করেভে দেশটির পুলিশ। পুলিম ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদরেকে বুধবার গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম টুমোরোতে দেখা গেছে, জুতাবিহীন অবস্থায় কয়েক জন পুরুষ এবং মাথায় স্কার্ফ পরিহিত কয়েক ডজন নারী আদালত প্রাঙ্গনের মেঝেতে বসে রয়েছে। শ পি থার শহরতলি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।
রাখাইন রাজ্য থেকে বের হলেই ‘অবৈধ ভ্রমণের’ অভিযোগ তুলে রোহিঙ্গাদের আটক করে থাকে মিয়ানমারের পুলিশ।
শ পি থার শহরতলির পুলিশ ক্যাপ্টেন টিন মাউং লিউন জানান, গেপ্তারকৃতের সংখ্যা ৯৮ বা ৯৯ জন। করোনার বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।
মিয়ানমারে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাস করে। তাদেরকে এমন গ্রামে বা শিবিরে রাখা হয়, যেখান থেকে বের হওয়া কিংবা শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ তাদের জন্য নিষিদ্ধ।