আবারো আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। ঈদের মাত্র দুদিন আগে আল-আকসা মসজিদে ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে তীব্র জানিয়েছে ফিলিস্তিন।
রোববার (১৮ জুলাই) প্রার্থনারত মুসুল্লিদের ওপর ইসরায়েলের পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস ও রাবারে মোড়ানো ইস্পাতের বুলেট নিক্ষেপ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এমন তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত ইসরায়েলের দখলকৃত দক্ষিণ তীর এক বার্তায় জানায়, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের এ আগ্রাসনের ফলে উত্তেজনা বৃদ্ধির জন্য দখলদার ইসরায়েল সরকার পুরোপুরি দায়ী।
সেখানে ইহুদীদের ভ্রমণ উস্কানিমূলক এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ওপর মারাত্মক হুমকি বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এদিকে ইসরায়েলের পুলিশ জানায়, ভোরের দিকে টেম্পল মাউন্টের হাটার পথে পুলিশকে লক্ষ্য করে ফিলিস্তিনের যুবকরা পাথর নিক্ষেপ করেছিল। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।