সম্পর্ক ডেস্ক: সেভেনআপের বোতলে রাখা কীটনাশক ভুল করে পান করে রাহিমা খাতুন (৬) ও খাদিজা খাতুন (৩) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।
বুধবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট বোন খাদিজা ও আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বড় বোন রাহিমা মারা যায়।
এরা ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিকশা চালক বাবু মণ্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে গত মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু নিজ বাড়ি অরণকোলা থেকে দাশুড়িয়ার ইউনিয়নের আথাইলশিমুল গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। শিশুদের মামা রোকন উদ্দিন ফসলের ক্ষেতের আগাছা নষ্ট ও পোকা মারার জন্য ওইদিন তাঁর ঘরের টেবিলে একটি সেভেনআপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান।
কিছু সময় পর শিশুরা ওই ঘরে আসে। এ সময় সেভেনআপ ভেবে বোতলে রাখা কীটনাশক গ্লাসে ঢেলে পান করে দুই বোনসহ বাড়ির আরো কয়েকজন। বড়রা সামান্য মুখে দিতেই গন্ধের কারণে বমি করে দিলেও শিশু খাদিজা ও রহিমা কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে। পরে দুইজনকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে খাদিজার এবং আজ বৃহস্পতিবার বিকালে রাহিমার মৃত্যু হয়।
শিশু দুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু দুইজনকে বাঁচানোর জন্য হাসপাতালে নেওয়া হলেও সম্ভব হয়নি। সামান্য অসর্তকতার জন্য দুই শিশুর প্রাণ গেলো।
Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.