উত্তরাঞ্চলের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিউ এরা ফাউন্ডেশনের’ উদ্যোগে ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-বৃত্তি, প্রবীণ সদস্যদের সম্মাননা ও অসুস্থদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
গত বুধবার দুপুরে নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চরমিরকামারীতে স্বাস্থ্যবিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা। নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সমাজসেবী জামাত আলী, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, ছলিমপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মুক্তার হোসেন খাঁ প্রমুখ।
এ অনুষ্ঠানে ৩৫ জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা বৃত্তি প্রদান, তিনজন প্রবীন সদস্যকে শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তিত্ব সন্মাননা, ২৫০০ টাকা ও প্রশংসাপত্র, তিনজনকে শ্রেষ্ঠ প্রবীণ বাবা-মা হিসেবে সন্মাননা ১৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও শারীরিক অসুস্থ ও চলাচলে অক্ষম দুইজন প্রবীণ সদস্যকে প্রদান করা হুইল চেয়ার।
এর আগে করোনাভাইরাস সংক্রমনের ফলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য সলিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবীণ সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে ১০০ জনকে মাসিক পরিপোষক ভাতা (প্রত্যেককে ৫০০ টাকা) ও ৩০ জন প্রবীণ সদস্যকে ওয়াকিং স্টিক প্রদান করা হয়।