সম্পর্ক ডেস্ক :-পাবনার ঈশ্বরদীতে দিনাজ প্রামাণিক (৪৫) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ (১৯ এপ্রিল) রোববার ভোরে উপজেলার গোয়ালবাথান গ্রামে একটি কবরস্থানের সামনে থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।নিহত দিনাজ প্রামাণিক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। ধারনা করা হচ্ছে কে বা কারা শ্বাসরোধ করে ওই প্রবাসীকে হত্যা করেছে!
এলাকাবাসী জানান, দিনাজ প্রামানিক প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে বাড়ির জমিজমা দেখাশোনা করতেন।ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, রোববার সকালে গোয়ালবাথান গ্রামে দিনাজ প্রামাণিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিক সুরতহালে মনে হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলার প্রস্তুতি চলছে