দীর্ঘদিন পর ঈশ্বরদীতে আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা ও পৌর কমিটির বর্ধিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া আলিম ম্যানশন চত্বরে এ সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জননেতা প্রকৌশলী আব্দুল আলিম।
সভার শুরুতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদ্ষ্টো এইচ টি ইমাম এবং রাজনীতিবিদ ঈশ্বরদীর বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী আব্দুল আলিমের ঘনিষ্ঠ স্বজন আব্দুল হান্নানের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মৎসজীবী লীগ ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সাবেক সভাপতি জাকিরুল মাওলা জিয়া, ছাত্রলীগ জেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ হাসান লিখন, মৎসজীবী লীগ নেতা রফিকুল ইসলাম, আরশেদ আলী, আবুল বাশার, তৈয়ব আলী, ইউসুফ আলী, পারভেজ হোসেন, রিংকু, জিল্লুর রহমান, আয়ুব আলী, সাম্মা ইকবাল মাসুম, রবিউল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আলিম এসময় বলেন, মৎসজীবী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তৃণমূলের ঐক্যের ওপর গুরুত্বারোপ ও আসন্ন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সমন্ময় সভার নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোট জিততে হলে গ্রামে-গঞ্জে, ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। দলে কোনো বিভেদ করা যাবে না। দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে।