উইম্বলডনের ফাইনালের কোর্টে সব কিছুর দেখা মিলল। যেখানে শেষ হাসিটা হাসলেন টেনিসের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। প্রশ্ন একটাই, কোথায় গিয়ে থামবেন তিনি?
রোববার (১১ জুলাই) ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের খেতাব জিতলেন সার্বিয়ান তারকা। প্রথম সেটে হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট সরাসরি জিতে নিলেন তিনি। প্রথম সেটটিতে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে আসা বেরেত্তিনি ৬-৭ গেমে জিতে নেন প্রথম সেট।
ইতালির সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছিলেন বেরেত্তিনি। কিন্তু তাকে থামানোর সব উত্তর জানা ছিল জোকোভিচের। পরের তিনটি সেটে স্রেফ উড়ে যান বেরেত্তিনি। ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে টানা তিন সেট জিকোভিচ জিতে নেন শিরোপা।
এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালের উইম্বেলডন জিতেছিলেন জোকোভিচ। আর এবারের গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সিঙ্গলসে ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছুঁলেন সার্বিয়ান তারকা।
সব মিলয়ে নয়টি অস্ট্রেলীয় ওপেন, দুইটি ফরাসি ওপেন, তিনটি ইউএস ওপেন ও ছয়টি উইম্বেলডন জিতেছেন জোকোভিচ। চলতি বছরে এটি তার হ্যাটট্রিক গ্র্যান্ড স্ল্যাম। উইম্বেলডনের আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।