উহান প্রদেশের কয়েক লাখ বাসিন্দার রক্তের নমুনা পরীক্ষা করছে চীন। কোভিড-১৯-এর উৎস অনুসন্ধানে নতুন করে শুরু হওয়া তদন্তের অংশ হিসেবে এটি করা হবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
চীনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুই লাখ নমুনা সংগ্রহ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল গত বছর যেসব নমুনা বিশ্লেষণ করেছেন সেগুলোও এর মধ্যে অন্তর্ভূক্ত।
২০১৯ সালের নভেম্বরে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর তিন মাসের মাথায় সারাবিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটি উৎস অনুসন্ধানে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল যেতে চাইলে বেশ কয়েকবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বেইজিং। চাপের মুখে শেষ পর্যন্ত গত বছর তদন্ত দলকে অনুমতি দিলেও তাদের তদন্ত কাজে বিধিনিষেধ আরোপ করেছিল চীন।
চীনা কর্মকর্তারা জানিয়েছেন, নমুনাগুলো উহানের ব্লাড সেন্টারে দুই বছর ধরে রাখা আছে। কোনো মামলায় প্রমাণ হিসেবে প্রয়োজন পড়লে যেন উপস্থাপন করা যায় সেজন্য এগুলো রক্ষিত রয়েছে। চলতি মাসেই এগুলোর দুই বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, নমুনাগুলোর পরীক্ষা এখনও অব্যাহত আছে। দুই বছর মেয়াদ উত্তীর্ণ হলে নিশ্চিত পরীক্ষা হবে।
কাউন্সিল অন ফরেন রিলেশন্সের বিশ্ব স্বাস্থ্য বিষয়ক ফেলো ইয়ানঝং হুয়াং বলেন, ‘রিয়েল টাইম নমুনা আমাদের প্রাদুর্ভাবের সময়টি বুঝতে সাহায্য করে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ মাউরিন মিলার বলেন, ‘এগুলোর মধ্যে নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে।’
নমুনা পরীক্ষার প্রক্রিয়ায় বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যোগ্য পর্যবেক্ষক না থাকলে চীনের দেওয়া প্রতিবেদনের ফলাফল কেউ বিশ্বাস করবে না।’