সফিউল আজম, খুলনা
দিনমণি ডুবে গেল দিকের গভীরে,
হাজার তারকা তার সাথীদের নিয়ে
আকাশ ভরিয়ে দিল অমল আভায়;
গাঁয়ের অস্পষ্ট পথে ঝিঝিদের ডাকে
চৌদিক সরব হলো
যেন এক শোভিত মেলায় শামিল সকলে,
আজরাতে উৎসব ডেকেছে পৃথিবী
যে কেউ আসুক তার মেলার অঙ্গনে,
বাঁধা নেই,
যাদের প্রাণের মাঝে তরুণ আবেগ
দুলে ওঠে, সকলে আসুক আজ,
আজ রাতে উৎসব ডেকেছে পৃথিবী।
ভুলে যেতে পারো তুমি নিখিল বাস্তব,
মানুষের প্রাণে যত ব্যথা গ্লানি,
বিরোধের অসম যাতনা,
অতিদূর তারকার সহজ প্রেরণা
দূর ক’রে দিতে পারে হৃদয়ের ক্লেদ,
স্নান করে নিতে পারো অমল আভায়,
হাজার তারকা আজ মেলেছে দুচোখ
পৃথিবীর প্রশান্তিকে যেন চায়
সুদূর অম্বর।