চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই সামনে এলো নতুন এ বিতর্ক।
জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে লেখক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
গত রোববার কারিগরি বোর্ডের বাংলা-২ এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’
এরপর প্রশ্ন করা হয়েছে, ‘(ক) ‘যশ’ শব্দের অর্থ কী?
(খ) ‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।’
উক্তিটি ব্যাখ্যা কর।
(গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) সাহিত্যের উন্নতিকল্পে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।’
এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ প্রশ্নপত্র তৈরিতে যুক্ত শিক্ষককে খুঁজে বের করা হবে। এরপর তদন্ত স্বাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।